[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে কনসালটেন্টের ভাঙচুর ও হামলার চেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৫, ২১:৩৯

ছবিঃ সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজের কক্ষে ভাঙচুর ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতালের রেডিওলোজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আহসান হাবিবের বিরুদ্ধে।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেদিন বেলা সাড়ে ১১টার দিকে আহসান হাবিব তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কথা বলেন। কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং হঠাৎ করে উত্তেজিত হয়ে আহসান হাবিব কক্ষে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন। তিনি সেই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাত করারও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, "হাসপাতালে দুজন রেডিওলোজিস্ট আছেন, রোগী ভাগাভাগি নিয়ে আলাপ করতে গিয়েই আহসান হাবিব উত্তেজিত হয়ে ওঠেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।"

অন্যদিকে অভিযুক্ত কনসালটেন্ট আহসান হাবিব বলেন, "আমি তিন বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছি। এ নিয়ে কথা বলার সময় গুরুত্ব না দেওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।"

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর