[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ড্যাব ও এনডিএফ-এর তীব্র নিন্দা

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৫ মে ২০২৫, ২০:৩৮

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সোমবার (৫ মে) বেলা ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এই নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাব-এর চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা:মো: ময়েজ উদ্দীন।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল (বুধবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে অশালীন, অভদ্র ও আক্রমণাত্মক আচরণ করেছেন। তারা সরকারি প্রটোকল লঙ্ঘন করে জোরপূর্বক চিকিৎসক ও কর্মচারীদের বায়োমেট্রিক তথ্যের হার্ড ও সফট কপি দাবি করে। তথ্য অধিকার আইনের নিয়ম অনুসরণ করতে বলা হলে তারা তা মানতে অস্বীকৃতি জানায় এবং হাসপাতালের কনসালটেন্টের সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তিনি আরও বলেন, ৫ই আগস্টের অর্জন চিকিৎসক সমাজের ঐক্য ও সংগ্রামের ফল। কেউ যেন ব্যক্তিস্বার্থে এই আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এ.কে. মহিউদ্দীন, হাসপাতালের আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ অন্যান্য চিকিৎসকগণ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর