[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

দরিদ্রের পাশে ইউএনও নিশাত: যমজ সন্তানের পরিবারে মানবতার উপহার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৫ মে ২০২৫, ২২:৫৯
আপডেট: ০৫ মে ২০২৫ ২৩:০৫

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের দিনমজুর মামুন আলী ও তার স্ত্রী গৃহিণী সুমা খাতুনের সংসারে ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিন সন্তানের জন্ম হয়। দুই মেয়ে আমেনা, মোমেনা ও এক ছেলে মোমিন—এই তিন নবজাতকের আগমনে খুশির পাশাপাশি অভাবের সংসারে চিন্তাও বেড়ে যায় দম্পতির।

এই সংবাদ জানতে পেরে গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা রবিবার (৪ মে) দুপুরে সরেজমিনে তাদের বাড়িতে যান। তিনি শিশু তিনটিকে কোলে তুলে নেন, আদর-স্নেহ করেন এবং পরিবারটির পাশে দাঁড়ান। সরকারি সহায়তার পাশাপাশি তিনি শিশুদের জন্য কৌটার দুধ, ফিডার, নতুন পোশাক ও তোয়ালে উপহার দেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীকে শিশুদের নিয়মিত খোঁজখবর নেওয়ারও নির্দেশ দেন তিনি।  

ইউএনও-র এমন মানবিক ও মমতাময়ী আচরণে গ্রামবাসীর মধ্যে প্রশংসা ও আলোচনার ঝড় ওঠে। তাকে "মানবতার ফেরিওয়ালা" আখ্যা দিয়ে এলাকাবাসী কৃতজ্ঞতা জানায়। তবে সম্প্রতি তার বদলির আদেশে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন।  

এ বিষয়ে নিশাত আনজুম অনন্যা বলেন, "অর্থনৈতিক সংকটে থাকা এই পরিবারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে।"  

সরকারি দায়িত্বের বাইরে গিয়ে সাধারণ মানুষের দুঃখ-কষ্টে এভাবে এগিয়ে আসায় নিশাত আনজুম অনন্যা হয়ে উঠেছেন সমাজের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর