[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ভোলাহাটে আইকনিক ইউথ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৬ মে ২০২৫, ১৪:৫৬

ছবিঃ আলোকিত গৌড়

ভোলাহাটে যুব সমাজের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আইকনিক ইউথ অর্গানাইজেশনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ৫ মে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদিকুজ্জামান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম কবিরাজ, যুব অফিসার, ভোলাহাট; মোঃ নিজাম আলী, সহকারী যুব অফিসার, ভোলাহাট; এবং মোঃ আসিক, গ্রন্থাগারিক, মহবুল্লা কলেজ। 

আইকনিক ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ আদিত। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ (সহ-সাধারণ সম্পাদক), মোঃ হেদায়েতুল্লাহ (সাংগঠনিক সম্পাদক), মোঃ অলিউল্লাহ (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ নাহিদ (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোঃ আজম (সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোঃ জুনায়েল (সহ-কোষাধ্যক্ষ), মোঃ রিঙ্কু (সহ-ক্রিয়া সম্পাদক) এবং সদস্য রায়হান, ওবায়দুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে যুব সমাজের উন্নয়নে আইকনিক ইউথ অর্গানাইজেশনের ভূমিকা প্রশংসা করেন এবং ভোলাহাটের তরুণদের জন্য এই সংগঠনকে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। সংগঠনের নেতৃবৃন্দ অফিস উদ্বোধনকে ভোলাহাটের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হিসেবে অভিহিত করে সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর