"বৈষম্য চলবে না, ন্যায্য দাবি মানতে হবে"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিকে সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ মে আয়োজন হতে যাওয়া কর্মসূচিকে কেন্দ্র করে নানা দিক নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় সুজনের জেলা, পৌর ও সদর উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন, আইনজীবী সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক সংগঠন, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক সমিতি এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জে চালু রাখাসহ আট দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং ৭ মে'র মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিকে সর্বাত্মক সফল করার আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: