[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক আব্দুস সামাদ

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৬ মে ২০২৫, ২১:৫১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলা সফরের শুরুতে তিনি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি রাধানগর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করেন এবং দুটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইফতেখারুল আলমসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরের শেষ পর্যায়ে জেলা প্রশাসক চৌডালা ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব ও অন্যান্য ইউপি সদস্যরা তার সঙ্গে ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর