আগামী ১০ মে ২০২৫ থেকে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৫ আয়োজন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (৭ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ ১৫ বছর পর এবার এই মেলার আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ইউনুস দেশের প্রতিটি জেলায় এমন মেলার আয়োজনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এই মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় থাকবে শতাধিক স্টল ও ১৬টি প্যাভিলিয়ন। শিশু-কিশোরদের জন্য থাকবে প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড। এছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন ও পূর্বের সংস্কৃতি তুলে ধরার বিশেষ ব্যবস্থা।
চেম্বার সভাপতি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মানসম্মত বিনোদনের স্থান নেই বললেই চলে। এই মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য প্রদর্শন এবং ক্রয়ের এক বড় সুযোগ এনে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল ওয়াহেদ বলেন, মেলায় কোনো ধরনের জুয়া, অস্বাভাবিক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু থাকবে না। সাউন্ড সিস্টেম ব্যবহারে আশেপাশের মানুষের কথা বিবেচনায় নেয়া হবে এবং মাঠের পরিবেশ পূর্বের চেয়ে ভালো রাখা হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মেলার সার্বিক সফলতা নিশ্চিত করতে সাংবাদিক, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: