চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বুধবার(৭মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার সময় ৩ দালালকে হাতেনাতে ধরা হয়। দুদকের রাজশাহীর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
আমির হোসাইন বলেন, চাঁপাইনবগঞ্জ বিআরটিএ অফিসে গোপনে অভিযান পরিচালনা করা হয়। এইসময় তিনজন দালালকে হাতেনাতে ধরা হয়। এই তিনজন লাইসেন্স করে দেয়ার নাম করে ১২ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত অর্থ নিয়ে থাকেন। তাদের মাধ্যমে লাইসেন্স না নিলে নানানভাবে হয়রানি করা হয়। আটককৃত দালালরা জানিয়েছে, টাকার ভাগ বিআরটিএ কর্মকর্তারাও পান।
আমির হোসাইন আরও বলেন, আটক ওই তিন দালালকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক বলেন, বিআরটিএ অফিস থেকে নয়, বাইরের কম্পিউটারের দোকান থেকে তিনজনকে ধরা হয়েছে। তারা বিআরটিএ সংশ্লিষ্ট কাজ করছিল। তবে তাদের অর্থগ্রহনের সঙ্গে বিআরটিএ কর্মকর্তাদের কারোর সম্পৃক্ততা নেই।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: