[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে মৃত্যুর তিনদিন পর লাশ উদ্ধার

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৮ মে ২০২৫, ১৫:১২
আপডেট: ০৮ মে ২০২৫ ১৫:০৫

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকায় নিজ বাড়ি থেকে মইন উল বারি (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাড়িটি বালুবাগানের ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় অবস্থিত।

বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় নমুনা ও আলামত সংগ্রহ করে। পুলিশ জানায়, বুধবার রাতে মৃতের বাড়ির পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। বাড়িটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

মইনুল বারির বোন শামীমা নাজনীন জানান, তিনদিন আগে ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর তাকে ফোনে না পেয়ে তার ছেলেকে বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়। বাড়ির বাইরে থেকেই দুর্গন্ধ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মইন উল বারি ঢাকায় ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী ছিলেন। প্রায় ১৬ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তার এক কন্যা সন্তান রয়েছে, যিনি ঢাকায় পড়াশোনা করেন। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। দরজায় তালা ঝুলছিল। পরে রাজশাহী থেকে ক্রাইম সিন ইউনিট ডেকে আনা হয়। লাশটি খাটের ওপর শোয়া অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, মৃতের পরিবার সূত্রে জানা যায়, তিনি হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর