[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১৮:৪৬

সংগৃহিত ছবি

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এখন থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে। শনিবার (২৮ জুন) সকালে হাসপাতালের নতুন ভবনে এই পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ এবং প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে যেসব রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের সবাই করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ ১০০ টাকা ফি দিয়ে এই হাসপাতালে করোনা পরীক্ষা করতে পারবেন। পরীক্ষার ফলাফল মাত্র ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে জানানো হবে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা দুটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে নারী ও পুরুষ রোগীদের জন্য ৫টি করে মোট ১০টি বেডের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন সরবরাহেরও বন্দোবস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১-২২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার একটি বড় হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল। সে সময় এ জেলায় প্রায় ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর