[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

গোমস্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ২১:৪৪

হারানো ব্যাক্তির ছবি/সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবনগর এলাকায় মোঃ আব্দুস সালাম (৫৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। জানা যায়, গত ২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ আব্দুস সালাম পিতা মোঃ আইনাল হক ও মাতা মোসাঃ ফিকি বেগমের সন্তান। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৭৩২৮৮৩৪৬০৬। বাড়ি শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৮৭, তারিখ-২৯/০৬/২০২৫ খ্রি.) করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-১২৫৬২৬) অথবা তার ভাই মোঃ সাহাবুদ্দিনের (মোবাইল: ০১৭৮৬৯৮৮১৯২) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার ও পুলিশ।

নিখোঁজ ব্যক্তির পরিবার তার সুস্থ ও নিরাপদ ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর