[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সাংবাদিক নাসিম আহমেদের সন্তানের রোগমুক্তি কামনায় নূরুল ইসলাম বুলবুলের দোয়া ও খোঁজখবর

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ২২:৫৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সন্তানের খোঁজখবর নিতে সাংবাদিকের বাসায় মো. নূরুল ইসলাম বুলবুল

দৈনিক চিত্র পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. নাসিম আহমেদের সন্তান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং সন্তানের রোগমুক্তির দোয়া করতে তার বাসায় যান মো. নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে তিনি নাসিম আহমেদের বাসায় উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন এবং দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। অসুস্থ সন্তান সিয়ামের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের প্রতি সহানুভূতি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভা নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, আলোকিত গৌড়ের প্রকাশক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা এবং সাংবাদিক মামুন সরকার।

সবাই একসঙ্গে সিয়ামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর