[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শিবগঞ্জে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৬:৪৪

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধাইনগর ইউনিয়ন শাখা।

বুধবার (২ জুলাই) সকালে বামুনগাঁও ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ধাইনগর ইউনিয়নের আমীর মোঃ মোজতাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবু বকর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের জেলা সভাপতি, এবং অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধাইনগর আদর্শ শাখার সভাপতি আলি আকবরসহ অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু বকর বলেন, বিএনপি প্রথমে জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করলেও, আন্দোলন সফল হওয়ার পর তারা এর কৃতিত্ব দাবি করে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে বিএনপি প্রথমে সমর্থন না দিলেও পরে তারা এটিকে নিজেদের সাফল্য বলে প্রচার করে। কিন্তু এই আন্দোলন ছিল সমগ্র জাতির—কৃষক, শ্রমিক, ভ্যানচালক, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত। তাই এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং ১৮ কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলনের চেতনা ধারণ করে আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে এ দেশের মানুষ বিভিন্ন দল ও সংগঠনের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে। এবার জনগণ নির্বাচনের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ ও কুরআনের আইন প্রতিষ্ঠা চায়। বাংলাদেশের যুবসমাজ ও জনগণের মনে জুলাই-আগস্টের চেতনা জাগরূক রাখতে হবে।

অনুষ্ঠানের শেষে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এর মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর