[email protected] রবিবার, ৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

শিবগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলায় চাচাতো ভাইয়ের হাতে বোন নিহত

জাহিদুর রহমান

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১৯:০৬

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকায় চাচা ভাতিজার জমি সংক্রান্ত ঝামেলার জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন নিহত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১০ টার সময় এই ঘটনা ঘটে। নিহত শুকরানি বেগম রানী (৪০) একই গ্রামের মোঃ সবুর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত চৈতন্যপুর গ্ৰামের বাসিন্দা মোঃ সবুর আলীর সাথে তার ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন (৩০) ও নিয়ামত (২৫) ধারালো হাসুয়া নিয়ে শুকরানি বেগম (রানী)সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর আক্রমণ করে। এতে হাসুয়ার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শুকরানি বেগম (রানী)। একইসাথে পরিবারের আরো দুইজন সদস্য গুরুতর আহত হন। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, ছাদ ঢালাইকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়, এরই এক পর্যায়ে হাসুয়ার আঘাতে চাচাতো ভাইয়ের হাতে বোন নিহত হয়। আহত দুইজনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ভর্তি করা হয়েছে। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ জমা হলে আমরা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর