[email protected] সোমবার, ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ক'কটেল বিস্ফোরণের ঘটনায় আটক: ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১২:১৬

চায়ের দোকানে বসা নিয়ে বিরোধ: ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁ মোড়ের একটি চায়ের দোকানে বসা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধের জেরে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

রোববার (৬ জুলাই) মধ্যরাতে জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আরামবাগ এলাকার মো. মাহমুদ (২০) ওরফে মাহমুদ কানা, মো. রাতুল (২০) এবং মো. মুসা (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) বিকেলে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে আরামবাগ ও চুনারীপাড়া এলাকার যুবকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একই দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন কয়েকজনকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরক আইনে মামলা দিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর