চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত একদিনে জেলায় নতুন করে ৫৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) জেলা হাসপাতালের ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ২৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ১৩ জন, নাচোলে ৫ জন এবং ভোলাহাটে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
জেলা হাসপাতালে এর আগে ভর্তি ৫৯ জন রোগীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে ৩৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: