[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

ছেলের বউকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ২১:১২

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেলের বউকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের ডোবরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (১৩ জুলাই) পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন রাতে ভুক্তভোগীর স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ছেলের বউকে জোরপূর্বক ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরে ভয় দেখিয়ে একাধিকবার এ ধরনের নির্যাতন চালান।

র‍্যাব আরও জানায়, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগী আপস না করে ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর