চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বরপুর গ্ৰামের বাসিন্দা বেগম (৯৫)।
জীবনের শেষ প্রান্তে এসে চরম দারিদ্র্য ও অবহেলার মধ্যে দিন কাটাচ্ছেন। ছয় সন্তানের জননী এই বৃদ্ধা বর্তমানে রাস্তার পাশের একটি নড়বড়ে খড়ের ঘরে বাস করছেন, যার অবস্থান সরাসরি একটি ক্যানালের ধারে। ঘরটিতে নেই খাবার, পরনের উপযুক্ত কাপড় কিংবা নিরাপদ আবাসনের ন্যূনতম সুবিধা।
স্থানীয় সূত্রে জানা যায়, তার স্বামী ইদ্রিস মৃধার মৃত্যু হওয়ার পর থেকেই তিনি একা বসবাস করছেন। ঝড়-বৃষ্টি এলেই ভেঙে পড়ার উপক্রম হয়, আবার ক্যানালের ধারে হওয়ায় ভেসে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে ঘরটি। ঘরের সামনে রয়েছে আবর্জনার স্তূপ, যার ফলে পরিবেশও বেশ অস্বাস্থ্যকর।
তার জীবনযাপনের বিষয়ে জানতে চাইলে বেগম জানান, প্রায় ১০ দিন ধরে নিজের রান্না করা খাবার মুখে তুলতে পারেননি। কোনো রকমে পাড়া-প্রতিবেশীর অনুগ্রহে একবেলা কিংবা দুই বেলা আহার জোটে, তবে অনেক সময় না খেয়েই দিন কাটাতে হয় তাকে। আশ্চর্যের বিষয় হলো, তার তিন ছেলে ও তিন মেয়ে থাকলেও তার খোঁজ নেন না কেউই।
প্রতিবেশীরা জানান, বেগম দীর্ঘ ৫০ বছর ধরে এই মানবেতর জীবনযাপন করছেন। অনেকে তাকে অন্যত্র নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি, কারণ তার একান্ত ইচ্ছা—এই জায়গাতেই যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।
বেগমের বিষয়ে জানতে চাইলে গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ বলেন, “বিষয়টি আপনারা অবহিত করায় জানতে পারলাম। আমি নিজে গিয়ে দেখে দ্রুত সহযোগিতার উদ্যোগ নেব।”
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আলোকিত গৌড়ের মাধ্যমে জানতে পারলাম। অতিসত্বর এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”
অসহায় এই বৃদ্ধার জন্য স্থানীয় বাসিন্দারা সরকারি সহায়তায় একটি নিরাপদ ও মানবিক বাসস্থানের দাবি জানিয়েছেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: