[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা শিবিরের উদ্যোগে "জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট " আয়োজন

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৩:১৩

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যেগে জুলাই শহীদ স্মৃতি আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়।

রবিবার(২৭ জুলাই) বিকাল ৩ টায় শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জাবের।

এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ শাকিল হোসেন, অর্থ সম্পাদক মুজাহিদ হাসান, সাহিত্য সম্পাদক আব্দুল আউয়াল, প্রকাশনা সম্পাদক মাহমুদ নাঈম ইসলাম সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আমাদের ইতিহাস, আমাদের গর্ব। এই মাসে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের ভুলিনি। শহীদদের রক্তের ঋণ শোধের পথ হচ্ছে তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়া। তাদের স্মরণে ও যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর