[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

শিবির নেতা তুহিন হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৩:২৭

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শহীদ তুহিনের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে র‌্যাবের সদস্যরা তুহিনকে তার পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং পরে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

মামলার অন্যতম আসামি রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী উচ্চ আদালত থেকে পাওয়া ৮ সপ্তাহের আগাম জামিন শেষে গত বুধবার (২৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আজ ওই মামলার শুনানির দিন ধার্য থাকায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে আসামিদের। এ প্রেক্ষিতে শহীদ তুহিনের স্বজনরা আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর