[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে দুই মরদেহ উদ্ধার

জাহিদুর রহমান

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫, ২১:১৬

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মাসুদপুর বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বিজিবির সূত্রে জানা যায়, মরদেহ দুটি সীমান্ত পিলার ৪/২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চৌধুরী স্মরণ এলাকার পদ্মা নদীতে পাওয়া যায়। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয়রা। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. সেলিম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত শফিকুল ইসলামের শরীরে অ্যাসিডে পুড়িয়ে নির্যাতনের চিহ্ন ছিল। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার তিনি গরু আনার উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাতাসি মোড় এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

শফিকুলের ভগ্নিপতি ও স্থানীয় ইউপি সদস্য সমির উদ্দিন জানান, "শনিবার নদীতে মরদেহ দেখে আমরা তাকে শনাক্ত করি। শরীরের অবস্থা দেখে মনে হয়েছে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। পুরো শরীর ছিল ঝলসানো।"

স্থানীয়রা আশঙ্কা করছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এখন নতুন কৌশলে নির্যাতন চালিয়ে বাংলাদেশিদের হত্যা করছে এবং পরে মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন কোনো প্রমাণ না থাকে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। কীভাবে মৃত্যুগুলো ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

এর কয়েক দিন আগেই, মনোহরপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে প্রাণ হারান আরেক বাংলাদেশি, সৈয়বুর আলী। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন তার সঙ্গী রুহুল আলী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর