[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

সরজন সততা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫, ২০:২৩

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের সমাজসেবামূলক সংগঠন সরজন সততা ফাউন্ডেশন ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে।

শনিবার (০৩ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে দক্ষিণচরি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম, প্রফেসর, মহিপুর কলেজ। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আকবর আলী, সহ-সুপার মুনসেফপুর ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য এবং ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম, এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ও পরিচালক সালাহউদ্দীন।

বক্তারা বলেন, এমন সংবর্ধনা আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। পরে ৩০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও উপস্থিত ছিলেন, হুমায়ুন আহমেদ, প্রধান শিক্ষক দক্ষিণচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং মাওলানা সাদিকুল ইসলাম, অধ্যক্ষ, চৈতন্যপুর মাদ্রাসা এবং প্রাইভেট টিউটর ওবাইদুল হক ও আবু হানিফ।

উল্লেখ্য, সরজন সততা ফাউন্ডেশন প্রতি মাসে থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর