চাঁপাইনবাবগঞ্জ সদরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে আগামী ৯ আগস্ট ২০২৫। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের টাউন ক্লাব মিলনায়তনে (গার্লস স্কুলের পাশে)।
এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে সদর উপজেলা ও পৌরসভার অন্তর্ভুক্ত সকল স্কুল ও মাদ্রাসার ২০২৫ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং আকর্ষণীয় উপহার প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি এই লিংকে গিয়েও ফর্ম পূরণ করা যাবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/d2dbaQfgoLL2dezCA
অনুষ্ঠান সম্পর্কিত যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য যোগাযোগ করা যাবে ০১৭৩০-৯০২২৭৬ এবং ০১৭৭৯-০৪১৮৯০ নম্বরে।
সংবর্ধনা অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগানো।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: