ভোলাহাট উপজেলার সামাজিক সংগঠন মুশরীভূজা যুবক সমিতির ৫০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগষ্ট) মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মুশরীভূজা যুব সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং গোল্ডেন প্রাপ্ত ছাত্রদের আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে গোল্ডেন প্রাপ্ত দলদলী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শ্রেষ্ঠ পত্রিকা পাঠক এবং শ্রেষ্ঠ দোকান ভাড়াদাতা-কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মুশরীভূজা যুবক সমিতির দীর্ঘদিনের সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেণ এবং ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেণ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: