চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে এবং নূরুল ইসলাম বুলবুলের সৌজন্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়।
জুলাই ফাউন্ডেশনের উপদেষ্টা ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং জুলাই ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল আল হাদীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
ফাইনাল খেলায় বালিগ্রাম চক্ষু হাসপাতাল ১-০ গোলে নাইন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তারা বলেন, স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে, যাতে তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পায়। জুলাই ফাউন্ডেশন ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করবে বলে জানান বক্তারা।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: