[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে জামায়াতের জমকালো আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ২০:৩১

ছবি- আলোকিত গৌড়

র‌্যালী, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চাঁপাইবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জামায়াতে ইসলামী যুব বিভাগ ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়।

মঙ্গলবার (১২ অগস্ট) বিকেল ৫ টার সময় কলেজ মোড় চত্বরে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যালী করে ভোলাহাট উপজেলার প্রাণ কেন্দ্র কলেজ মোড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনাবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মু. মিজানুর রহমান।

যুবকদের কর্মসংস্থান ও দুর্নীতি রোধে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে ড. মু. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে যুবকদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের সঠিক পথে চলা থেকে বিভ্রান্ত করেছে। কিন্তু এদেশের ছাত্র ও যুবকরা প্রমান করেছে, যুবকেরা ঐক্যবদ্ধ হলে তাদের বিরুদ্ধে কোনো শক্তি বিজয়ী হতে পারে না।

তিনি আরো বলেন, যুবকরা যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। যদি বাংলাদেশকে হারতে দিতে না চাই তাহলে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ফ্যাসিষ্টকে সড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, বিজয়ী হয়েছি। আরেকটি আন্দোলন আমাদের জন্য অপেক্ষা করছে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি কবর দেওয়া। সে আন্দোলনে আপনাদেরকে শরিক হতে হবে। দুর্নীতির বিরদ্ধে আমাদের লড়ায় চলবে যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি ক্বারী মাও. মো. আলাউদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের যুব বিভাগের নেতা কর্মীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর