ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রমের আওতায় গত ১০ আগষ্ট ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ০১ (এক) টি পৌরসভার সকল ভোটার এলাকাসমূহের নিবন্ধিত ভোটারদের সম্পূরক ভোটার তালিকা এবং কর্তনযোগ্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সম্পূরক ভোটার তালিকা ও মৃত ব্যক্তিদের তালিকা স্ব-স্ব ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-এ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মূক্ত রাখা হয়েছে। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি, সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দুর করার জন্য আগামী ২১/০৮/২০২৫ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন অফিস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-এ অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
জনাব মোঃ রবিউল আওয়াল, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত), গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ জানান যে, সারা দেশের ন্যায় গোমস্তাপুর উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি, সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দুর করার জন্য দরখাস্ত দাখিল ২১/০৮/২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ বা তার পূর্বে এবং যারা ইতিপূর্বে ভোটার হতে পারেননি তারা নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ১০ আগষ্ট, ২০২৫ হতে ২১ আগষ্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন এবং মৃত ব্যক্তির তথ্যসহ নির্ধারিত ফরমে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ-এ আবেদন দাখিল করার জন্য অনুরোধ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: