[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
২ ভাদ্র ১৪৩২

ভোলাহাটে সাংবাদিকদের সাথে এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সোবহানের মতবিনিময়

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ২১:২৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ মোঃ আব্দুস সোবহান (মাস্টার)।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার টেস্টিফুড ক্যাফে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সাংবাদিকদের সামনে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় তিনি বলেন, “১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। দলের সুসময়-দুঃসময় সবসময় পাশে থেকেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষের উন্নয়ন এখনো হয়নি।”

তিনি আরও জানান, ২০০৫ সালে এলাকার মানুষের দুর্দশা নিয়ে তিনি তারেক রহমানের সাথে আলোচনা করলে মনোনয়নের আশ্বাস পান।
বিগত সরকারের সময়ে জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হয়েও তিনি বিএনপির রাজনীতিতে অটল থেকেছেন বলে উল্লেখ করেন।

মোঃ আব্দুস সোবহান বলেন, “আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই, তবে ইনশাআল্লাহ এ আসনের তিনটি প্রত্যন্ত উপজেলার মানুষের জন্য সর্বাত্মক উন্নয়নমূলক কাজ করবো।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর