[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

ভোলাহাটে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমানের গণসংযোগ

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৯:২৪

ছবি- আলোকিত গৌড়

৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন(নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক এলাকায় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজ, জামবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়, জামবাড়িয়া দারুসুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসা, ফতেপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী, ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে আগামীর সম্মৃদ্ধির বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকায় সবার অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ড. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ড. মিজানুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ যদি আমরা ঘুষ, দূর্নীতি, চাঁদাবাজ মুক্ত না করতে পারি, তাহলে এই দেশ ব্যর্থ হবে। তাই আসুন, অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি। তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই তাই আমাদের একটি বারের জন্য হলেও ভোট দিয়ে সহযোগিতা করুন

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর