[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ৬ নারীকে সেলাই মেশিন বিতরণ করেন জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ২১:৫৮

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুলের সহযোগিতায় ৬ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পৌর মহিলা বিভাগের অফিসে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এইসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সেক্রেটারি মোক্তার হোসেন, ১৩ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, নারীরা যদি কর্মসংস্থানে এগিয়ে আসে তবে পরিবার, সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হবে। আজ আমরা যে ৬ জন নারীকে সেলাই মেশিন দিলাম, আশা করি তারা নিজের কর্মদক্ষতা দিয়ে পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি নারী-পুরুষ নিজেদের স্বাবলম্বী করে তুলুক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সেলাই মেশিন হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু সঠিকভাবে কাজে লাগালে এটি একজন নারীকে আত্মনির্ভরশীল করতে পারে এবং একটি পরিবারের অভাব দূর করতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর