[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ২৫ জনের জামায়াতে যোগদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ২৫ জন হিন্দু নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসে সাবেক এমপি জনাব মোঃ লতিফুর রহমানের কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এলাকার সনাতন ধর্মাবলম্বী ২৫ জন হিন্দু ভাই একত্রিত হলেন ভিন্ন এক উদ্দেশ্যেরাজনীতিতে নতুন দিগন্তের খোঁজে।

শ্রী সুমন সাহার নেতৃত্বে তারা সাবেক সংসদ সদস্য জনাব মোঃ লতিফুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। মুহূর্তটি শুধু রাজনৈতিক নয়, ছিল আবেগঘনও।

যোগদান অনুষ্ঠানে লতিফুর রহমান নতুনদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করেমানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।”

নতুন সদস্যরা জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের চোখেমুখে ভরসা আর আশার আলো।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাই মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চাঁপাইনবাবগঞ্জের রাজনীতির আঙিনায় তাই নতুন এক অধ্যায়ের সূচনা হলো এদিন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর