চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পৃথক অভিযানে ৪ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাট থানার জেকে পোলাডাংগা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১. মোঃ শামিম হোসেন (২৭), পিতা: মোঃ এমতাজুল, গ্রাম: চৌডালা, পোস্ট: চৌডালা, থানা: গোমস্তাপুর। ২. শ্রী পলাশ কর্মকার (২৩), পিতা: সঞ্জয় কর্মকার, গ্রাম: চৌডালা, পোস্ট: চৌডালা, থানা: গোমস্তাপুর। ৩. মোঃ মিজানুর রহমান (২৩), পিতা: মোঃ ছাত্তার, গ্রাম: শিবনারায়নপুর, পোস্ট: শিবগঞ্জ, থানা: শিবগঞ্জ। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রূপি জব্দ করা হয়।
একই দিনে সকাল ৬টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি টহল অভিযানে মোঃ মিজানুর রহমান (২৫), পিতা: মোঃ সেতাবুর রহমান, গ্রাম: উমরপুর, ডাকঘর: ভবানীপুর, থানা: শিবগঞ্জ—কে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির টহল ও অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: