চাঁপাইনবাবগঞ্জ শহরে ফুলকুঁড়ি আসরের উদ্যোগে ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘ম্যাথ অলিম্পিয়াড’। প্রতিযোগিতা সম্পূর্ণ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন চলছে।
প্রতিযোগিতার কাঠামো
পরীক্ষায় থাকবে ৫০টি এমসিকিউ প্রশ্ন, প্রতিটির মান ১।
কোনো মাইনাস মার্ক থাকবে না।
প্রতিটি শ্রেণি থেকে শীর্ষ ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও উপহার প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে।
নিয়মাবলি (সংক্ষেপ)
অংশগ্রহণ করতে পারবে ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা।
প্রশ্ন আসবে নিজ নিজ শ্রেণির পাঠ্যবই থেকে।
পরীক্ষার সময় ও স্থান পরে জানানো হবে।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ
শিক্ষার্থীরা আয়োজকদের ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। পাশাপাশি স্থানীয় কেন্দ্র থেকেও ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: