“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সামাজিক সংগঠন স্বপ্ন পূরণ হেল্পলাইন আয়োজন করেছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
রবিবার (২১ সেপ্টেম্বর) শহরের আরামবাগ এলাকায় অবস্থিত চাঁপাই এ্যাপোলো হাসপাতালে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। ক্যাম্পে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার ভিজিট, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার সুযোগ পান। এছাড়া অন্যান্য সব ধরনের টেস্টে বিশেষ ৩০% ছাড় দেওয়া হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন জেনারেল প্র্যাকটিশনার ও অ্যান্ড্রোমলজিস্ট ডা. আব্দুল্লাহ আল মামুন, আর.এম.ও, চাঁপাই এ্যাপোলো হাসপাতাল।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে চাঁপাই এ্যাপোলো হাসপাতাল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—“স্বপ্ন পূরণ হেল্পলাইন সবসময় মানুষের পাশে, মানুষের জন্য।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: