র্যাব ও বিজিবির যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ০৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্বার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে এসব আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি ও র্যাব। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।
বিজিবি জানায়, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও ৫৯ বিজিবি ব্যাটলিয়নের যৌথ অভিযানে মালিকবিহীন অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্বার করা হয়। এ ঘটনায় উদ্বারকৃত আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: