[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি ওই ১৯ জনকে সীমান্তে পুশইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

আটককৃতদের পরিচয় যাচাই করে জানা গেছে, তারা রাজশাহী, যশোর, রাজবাড়ী, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাদের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে ফেরত পাঠানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর