[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এনজিওর ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার নামোশংকরবাটি বাগানপাড়া শাখা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—শাখা ম্যানেজার মোছা. সামলা, ক্যাশিয়ার সুমেরা, কর্মী মোনয়ারুল ইসলাম, হালিমা খাতুন ও নাফিসা।

ভুক্তভোগী সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, “আমি জমি বিক্রি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা জমা রেখেছিলাম। কিন্তু উত্তোলন করতে চাইলে নানা অজুহাতে টাকা দিচ্ছিল না। ছয় মাস ধরে শুধু দেব দেব করছে। তাই আমরা সবাই মিলে তাদের পুলিশে দিয়েছি।”

একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, তার ও স্বজনদের মোট ১৮ লাখ টাকা এনজিওটিতে জমা আছে। “কয়েকজন কর্মকর্তা টাকা নিয়ে পালিয়েছে। বাকিদের আমরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি,” বলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এনজিওটির পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। গ্রাহকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর