শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং বাংলাদেশ-ভারত উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ৪ দিন।
সব মিলিয়ে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।
তবে ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি বন্দর সচল হবে। এই সময়ে ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবেই চলবে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেড–এর অপারেশন ম্যানেজার কামাল খান জানান, ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকায় ওই দুই দিন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতি জানিয়েছে, তারা ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখবে। এর সঙ্গে ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলে মোট আট দিন বন্দর অচল থাকবে।
তিনি আরও জানান, বিরতির পর ৪ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, বন্ধের মধ্যেও বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড, গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে। সরকারি ছুটির দিন বাদে কাস্টমস কার্যক্রম খোলা থাকবে। এছাড়া সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: