[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্টিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৯

ছবি- আলোকিত গৌড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃ্হস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম শাহ জামাল আনসারীর স্টেডিয়াম মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

রহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগন্জ -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মুঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত মনোনীত গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফুল ইসলাম মারুফ।

বক্তৃতায় ড. মিজানুর রহমান বলেন, গত ৫৪ বছরে এদেশে নৌকা, লাঙ্গল, ধানের শিষ রাষ্ট্র ক্ষমতায় গেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সুতরাং ভাগ্যের পরিবর্তনের জন্য জায়ায়াতে ইসলামির কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, সৃ্ষ্টি যার আইন চলবে তার,জামায়াত ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ চালাবে, ন্যায় ও ইনসাফ কায়েম করবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. আঃ রহমান,উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও. শামসুজ্জোহা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর