[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৪ কেজি হেরোইন সদৃশ বস্তু ও নৌকা জব্দ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, পূর্বতথ্যের ভিত্তিতে টহলদল গোয়ালডুবি ঘাট এলাকায় নৌকাযোগে দুই ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় দেখে। টহলদল কাছে গেলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন—মো. আব্দুল করিম (৩৫), পিতা মৃত দুরুল হুদা, গ্রাম বাখেরআলী এবং মো. ওয়াসিম (৩১), পিতা এনামুল হক, গ্রাম বাখেরআলী, দুজনই চরবাগডাংগা ইউনিয়নের বাসিন্দা।

পরে নৌকাটি তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। নৌকাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুইজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং “জিরো টলারেন্স” নীতিতে অভিযান পরিচালনা করছে জানায় বিজিবি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর