জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতি নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার রহনপুর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, জামায়াতের উপজেলা আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মারুফুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড সহ জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: