কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব।
প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৬টি টেকনোলজি থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে Smart Human Health Monitoring System, দ্বিতীয় স্থান IoT Based Smart Control System এবং তৃতীয় স্থান Solar Peltier Plate Refrigerator System।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মীর জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), ASSET প্রজেক্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. রেজা হাসান মাহমুদ, সহকারী পরিচালক-১০ (অডিট ও আইন), কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা; জনাব মোঃ আবদুর রহিম, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এবং প্রকৌঃ মোঃ জাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, ASSET প্রজেক্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে মীর জাহিদ হাসান বলেন, “কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন সবার সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি প্রতিষ্ঠানে একই সঙ্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।”
সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কলকারখানা প্রতিনিধি, সুশীলসমাজের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্ব ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী উদ্ভাবকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: