[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল ওয়াহেদের বিভিন্ন মন্দির পরিদর্শন

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২১:৩৯

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।

বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শহরের একাধিক মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন মন্দিরে উপস্থিত হয়ে আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে, সেইসাথে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের এই বাইশ পুতুল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। জেলার সবচেয়ে বড় দুর্গোৎসব এখানেই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব এই দুর্গাপূজা।

“উৎসব যার যার, দেশ সবার” উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের সমান অধিকারের স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও এখানে খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পন্ধ বজায় আছে।

আব্দুল ওয়াহেদ বলেন, ৫ই আগস্টের ছাত্রজনতার বিপ্লবের পর আমরা এখানকার হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করেছি। চাঁপাইনবাবগঞ্জে কখনও হিন্দু ভাইদের প্রতি অন্যায়-অবিচার হতে দেওয়া হয়নি। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, হিন্দু সম্প্রদায়ের অধিকার সংরক্ষিত হয়েছে। আগামী দিনেও বিএনপি ক্ষমতায় এলে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

এ সময় তিনি বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন মন্দির, চরজতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দির, চরজতপ্রতাপ বড় শিবতলা দূর্গামন্দির, সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দিরসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর