চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পৃথক তিন স্থানে বিষাক্ত সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, আলালপুর গ্রামের মো. আওকাত আলী গুধার ছেলে মো. রানাউল ইসলাম (৩৬) গত রাতে নিজ বাড়িতে শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপে কামড়ান। তাৎক্ষণিকভাবে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, খাড়বাটরা গ্রামের মৃত মুসলিমের ছেলে মো. আজিজুল ইসলাম (৫৮) ধানের জমিতে সাপের কামড়ে আক্রান্ত হন। পারিবারিক সূত্রে যানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে ধানের জমিতে কাজ শেষ করে পা-হাত ধোয়ার সময় সাপে কামড় দেয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার সময় প্রাণ হারান।
আরও একজন হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনারুল ইসলাম (৫৫) সাপে দংশিত হয়। তাঁর ভাই মো. হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিলে ধানের জমি দেখতে গিয়ে সাপে কামড় দেয়। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন না থাকায় রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিতে হচ্ছে। এতে ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং রাস্তায় রোগী মারা যাচ্ছে। প্রশাসনের উচিত জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম সরবরাহ করা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: