[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ২২:৩৭

ছবি- আলোকিত গৌড়

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথিমক শিক্ষা অফিসার এ কে এম অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক আকতার বানু, দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক এনামুল হক, ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব এর সভাপতি জনাব আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।

সভাপতির বক্তবে ইউএনও জাকির মুন্সি বলেন, সমাজে জ্ঞানের বিস্তার না হলে উন্নয়ন টেকসই হবে না। আর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকাই মুখ্য।

তিনি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও অনুশীলনে সহায়তা ও উৎসাহ প্রদানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর