[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অপসারণ ও দক্ষ কর্মকর্তা নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের বাতেন খাঁ মোড় সংলগ্ন ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক এজেন্ট মালিকবৃন্দ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের প্রভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ইসলামী ব্যাংকের সুনাম ও গ্রাহকসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারে স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নবাব অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকবর হোসেন, রেজা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, অধ্যাপক মোজাম্মেল হক, মোঃ গোলাম কবির প্রমুখ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর