[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

নাচোলে গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ২১:৩৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কালইর মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন- মোছা: গোলাপী খাতুন ওরফে টুনি (৪৬), স্বামী: মোঃ মাসুদ রানা, মো: মাহিদুল ইসলাম (২৬), পিতা: মোঃ মহিরুদ্দিন, উভয়ের ঠিকানা: কালইর মসজিদপাড়া, থানা: নাচোল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানে তাদের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে আমাদের এই অভিযান চলবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর