[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মুখলেসুর রহমান

জাহিদুর রহমান

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১২:০৫

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের পক্ষ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ মুখলেসুর রহমান।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এবার তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আরও দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান। এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি) হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম. ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচিত মোট ২৫ পরিচালক পরবর্তীতে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর