[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১২:২৪
আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৬:১০

ছবি- আলোকিত গৌড়

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে “হদর মাশক ও সিফাত চর্চা" শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।

প্রশিক্ষণটি শহরের বটতলা হাটের পার্শ্বে নিমগাছী দারুল উলুম জেসামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম চলবে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত এবং ১১ অক্টোবর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

প্রশিক্ষণ পরিচালনা করবেন, উপমহাদেশের ইলমুল কিরআাত, সিফাত ও তাজবীদ বিষয়ক সকল দূরূহ বিষয় সাবলীল ভাষায় বিশুদ্ধ উপস্থাপনকারী শাইখুল কুররা ওয়াল হুফফাজ আল্লামা আলহাজ্জ ক্বারি মাওলানা আনিসুর রহমান সাহেব (হাফিঃ)— যিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-এর প্রধান প্রশিক্ষক ও সিনিয়র উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভর্তি সংক্রান্ত নির্দেশনা:

* ভর্তি ইচ্ছুকদের আবাসিক থাকার প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্গে আনতে হবে।

* জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে।

* সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রদান করতে হবে।

* হাফেজ, মাওলানা, খতিব, ইমাম, ওয়াজকারী, মুয়াজ্জিনসহ কুরআনপ্রেমী যে কেউ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।


এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা হদর মাশক ও সিফাত চর্চায় পারদর্শী হয়ে উঠবেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রচারে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর