[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

কুরআন অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১২:৩১

ছবি- আলোকিত গৌড়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জের সচেতন ছাত্রজনতা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুপম পাল কর্তৃক কুরআন অবমাননার ঘটনা মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শান্তিমোড় এলাকা থেকে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল করেন।

মিছিলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর